TechJano

অদ্ভুত সব রোবট নিয়ে চীনে রোবট সম্মেলন

সম্প্রতি চীনে অনুষ্ঠিত হয়েছে ২০১৮ ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। চীনের রাজধানী বেইজিংয়ে ১৫ থেকে ১৯ অাগস্ট অনুষ্ঠিত হয়েছে এই বিশ্ব রোবট সম্মেলন। এতে নিয়ে আসা হয়েছে বিভিন্ন কাজের উপযোগী অদ্ভুত সব রোবট। বৃদ্ধদের দেখাশোনা, নাচ-গান করা, বাদ্যযন্ত্র বাজানো, পানিতে সাঁতার কাটা, গাড়ি নিয়ন্ত্রণ, সামরিক কাজে ব্যবহার, নিরাপত্তা টহল ও চিকিৎসাবিজ্ঞানের কাজে ব্যবহারের মতো দুরুহ বিষয়কেও সহজ করে তুলেছে এসব রোবট।

১৬০টি রোবট নির্মাতা প্রতিষ্ঠান সম্মেলনে তাদের রোবট নিয়ে হাজির হয়েছে সম্মেলনে। প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে ‘বায়োনিক শার্ক’ নামে একটি পানির নিচে চলাচলের উপযোগী রোবট। এটি শুধু পানির নিচে হাঙ্গরের মতো করে চলাচলই করে না পানির নিচের তথ্য সংগ্রহ ও অন্যান্য গবেষণার কাজেও এটি সহায়ক।

সেখানেই প্রদর্শিত হচ্ছে পাঁচ মিটার উঁচু রোবটিক বাহু, যা যে কোনো দুই টন ওজনের গাড়িকে অনায়াসে তুলে ফেলতে পারে শূন্যে। এরপর তা মেরামত করা অনেক সহজ হয়ে যায়।

চিকিৎসাবিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য একটি রোবট আনা হয়েছে, যা সহজেই জটিল অস্ত্রোপচার করতে পারে। ডা ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম নামে সেই রোবটটি ৩৬০ ডিগ্রি এলাকায় এমনভাবে অস্ত্রোপচার করতে পারে, যা মানুষের পক্ষে সম্ভব নয়।

Exit mobile version