অনলাইনে কীভাবে কারও তথ্য চুরি হয়, সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইল অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হয় এবং কীভাবে এসব থেকে নিজেকে নিরাপদ রাখা যায়, সার্বক্ষণিক সঙ্গী স্মার্টফোনটির মাধ্যমেই আমাদের অজান্তে কোনো তথ্য অচেনা কারও কাছে চলে যাচ্ছে কি না–তরুণ শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করে তুলতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সেমিনার করছে বাংলাদেশের একমাত্র সাইবার সিকিউরিটি ব্র্যান্ড ‘রিভ অ্যান্টিভাইরাস’। এবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সাইবার সিকিউরিটি ফর স্টুডেন্টস’ নামের এই সেমিনার আয়োজন করা হয়।ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলেকমিউনিকেশন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সেমিনারে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরা অংশ নেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলেকমিউনিকেশন ক্লাবের সদস্যরা ছাড়াও ইসিই ডিপার্টেমেন্টের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুজ্জামান এবং প্রভাষক রাসেল আহাম্মেদ উপস্থিত ছিলেন।