TechJano

অনার ৩০এস ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ আসছে

চীনভিত্তিক হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার ৩০এস নামে নতুন একটি স্মার্টফোন আনতে যাচ্ছে। ডিভাইসটি ৪০ ওয়াট ওয়্যার ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার চীনা সোস্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়, ৩০ এপ্রিল ডিভাইসটি উন্মোচন করা হবে। ডিভাইসটিতে হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি বৈশ্বিক বাজারে কবে নাগাদ মিলবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, অনার ৩০এস ডিভাইসটি অনলাইন ইভেন্ট আয়োজনের মাধ্যমে চীনের বাজারে উন্মোচন করা হতে পারে। একই সঙ্গে অনার ৯এ নামে আরো একটি ডিভাইস উন্মোচন করা হতে পারে। যদিও দ্বিতীয় ডিভাইস নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Exit mobile version