TechJano

অনুষ্ঠিত হলো ‘গিগাবাইট গেমারস নাইট’

বাংলাদেশি গেমারদের নিয়ে কাজ করা গিগাবাইট বরাবরের মতো এবারও আয়োজন করে ‘গিগাবাইট গেমারস নাইট’। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার গেমারদের অংশগ্রহণে আয়োজিত হয় এবারের ‘গিগাবাইট গেমারস নাইট’।

২৯ অগাস্ট ২০১৯ রাজধানীর ধানমন্ডি রয়েল বাফেট রেস্টুরেন্টে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনচার্জ এলান সু।

এ সময় আরো উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান ।

উপস্থিত গেমারস্ দের মধ্যে জন্য লাইভ মিউজিক এর ব্যাবস্থা করা হয়।

১৯৮৬ সালে যাত্রা শুরু করা গিগাবাইটে সম্প্রতি যুক্ত হওয়া নতুন মডেলের মনিটর, মাদারবোর্ড, পাওয়ারসাপ্লাই, এসএসডি, চেসিস হেডফোন, কিবোর্ড ও মাউস প্রদর্শিত হয় উক্ত অনুষ্ঠানে।

এর পাশাপাশি উপস্থিত গেমারসদের মধ্যে বেস্ট গেমার ও টিমদের জন্য গিগাবাইটের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান এর আয়োজন করা হয়।

Exit mobile version