TechJano

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম এবং মন্ত্রণালয়ের নাম জেনে নিন

উপদেষ্টাদের নাম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জেনে নিন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জেনে নিন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হলেন- ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফওজুল কবির খান, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং এম সাখাওয়াত হোসেন, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, মো নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তী সরকারের বিদ্যমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে শুক্রবার সদ্য শপথ নেওয়া চার উপদেষ্টার পোর্টফোলিও ঘোষণা করা হয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক হ্যান্ডআউটে বলা হয়েছে।

বিদ্যমান উপদেষ্টাদের পোর্টফোলিওর পুনর্বন্টন নিম্নরূপ:

সালেহউদ্দিন আহমেদ: অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়।

আসিফ নজরুল: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আদিলুর রহমান খান: শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়।

মোঃ নাহিদ ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন: বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

ফারুক-ই-আজম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

অন্যান্য উপদেষ্টাদের চার্জ অপরিবর্তিত থাকবে।

নতুন সব মন্ত্রীদের নাম ও মন্ত্রণালয় সম্পর্কে জেনে রাখুন

Exit mobile version