TechJano

অপোর উদ্যোগ করোনা নিয়ে সচেতনতায়

করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বেই মানুষের জীবনযাত্রা থমকে গেছে। ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছে মানুষের। নির্দিষ্ট সময় পরপর হাত ধোয়া থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সবাই করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

এ মুহূর্তে করোনা নিয়ে সবাই সচেতন থাকলেও কিছু বিষয় নিয়ে সংশয়ও রয়েছে। আর তাই করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য এবং প্রতিরোধের উপায় জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে অপো। এ কার্যক্রমে অংশ নিয়েছেন অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরেফিন শুভ।

করোনা ভাইরাস কীভাবে ছড়ায়, আক্রান্ত ব্যক্তির শরীরে কী ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এসব তথ্য পাওয়া যাবে অপোর এই ক্যাম্পেইন থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে #OPPOStandsWithYou এবং #StayHomeStaySafe হ্যাশট্যাগ ব্যবহার করে এ কার্যক্রম চালাচ্ছে অপো। এছাড়া কীভাবে স্মার্টফোন জীবাণুমুক্ত রাখতে হবে, সে সম্পর্কিত তথ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে অপো।

বাসার বাইরে সুরক্ষা: www.facebook.com/oppobangladesh/videos/1061111384253474/
জনবহুল স্থানে সুরক্ষা: www.facebook.com/oppobangladesh/videos/2626101797619976/
বাসায় নিজের সুরক্ষা: www.facebook.com/oppobangladesh/videos/501675290526415/

Exit mobile version