TechJano

অপো সুপারফাস্ট চার্জিং ফোন আনছে

সুপারফাস্ট চার্জিংসহ আগামী সপ্তাহে লঞ্চ হবে অপো এইস টু। একই সঙ্গে লঞ্চ হবে অপো ইনকো ৩১ ওয়্যারলেস ইয়াবার্ড। অপো এইস টু ফোনে থাকছে সুপারভোক ২.০ ফাস্ট প্রযুক্তি। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে অপো। চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই ফোনের টিজার সামনে এসেছে। একই সঙ্গে থাকতে পারে ৪০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ১৩ এপ্রিল চীনে লঞ্চ হতে পারে ফোনটি।

টিজারে জানানো হয়েছে অপোর নতুন ফোনে ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সঙ্গে রয়েছে একটি প্রশ্নচিহ্ন। অর্থাৎ সুপার ফাস্ট চার্জিং ছাড়াও এই ফোনে আরও চোখ ধাঁধানো ফিচার থাকতে পারে। অনেকে বলছেন, একই সঙ্গে এই ফোনে ৪০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।

অপো এইচ টু লঞ্চের দিন সম্পর্কে কোম্পানির তরফ থেকে এখনও পাকাপাকি খবর না পাওয়া গেলেও ১৩ এপ্রিল এই ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনের সঙ্গেই আগামী সপ্তাহে চীনে লঞ্চ হতে পারে অপো ইনকো ৩১ ওয়্যারলেস ইয়ারবাড।

Exit mobile version