TechJano

অস্ট্রেলিয়াতে টেকনোলজি শিক্ষার সুযোগ করে দেবে সাইফুরস

দেশের মেধাবী শিক্ষার্ক্ষীদের অস্ট্রেলিয়াতে টেকনোলজি শিক্ষার সুযোগ করে দিতে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাইফুরস পিভিটি লিমিটেড।
সম্প্রতি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইন্সিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এএনআইএমটি ) ও সাইফুরস পিভিটি লিমিটেড এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
এই সমঝোতা স্মারকটির মাধ্যমে শিক্ষার্ক্ষীরা ১ বছর বাংলাদেশে ও ২ বছর অস্ট্রেলিয়াতে শিক্ষা অর্জনের সুযোগ পাবে ( ব্যাচেলার অফফ বিজনেস ডিগ্রী )। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক শিক্ষা অর্জন ও দুই দেশের মাঝে সুসম্পর্ক প্রতিষ্ঠার সেতু হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুরস পিভিটি লিমিটেড এর চেয়ারপারসন শামশা আরা খান, সি ও ও মাহামুদুল আলম, ম্যানেজিং ডিরেক্টর সাইফুর রাহমান খান এবং এএনআইএমটি এর ডিরেক্টর অফ মার্কেটিং মো. সাজেদুল ইসলাম।

Exit mobile version