TechJano

অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য XAMPP সফটওয়্যার, মোবাইলকে বানিয়ে ফেলুন লোকাল হোস্টিং সার্ভার!

মোবাইল ফোন ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান? অনেকেই Android এর জন্য XAMPP অ্যাপটি খুজছেন। কিন্তু গুগলেও এই অ্যাপটি নেই। অনেক খোজাখুজির পরে বহু কষ্টে পেয়েছি XAMPP App
Android মোবাইলের জন্য অ্যাপটি দারুণ কার্যকর। এটি দিয়ে মোবাইলকে Local Host বা হোস্টিং সার্ভার বানিয়ে নেট ছাড়াও অফলাইনে ওয়েবসাইটের কাজ করা যাবে। ওয়েব ডেভেলপারদের জন্য অতি গুরুত্বপূর্ন অ্যাপ এটি। অনেকেই এই অ্যাপ টি বছরের পর বছর খুজেই যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তাই আজ আমি ফ্রিতে এটি শেয়ার করছি। ফ্রিতে এই অ্যাপটি ডাউনলোড করার লিংক https://bit.ly/2LheuYe
App টি ডাউনলোড করে ইনেস্টল করার পরে ওপেন করুন। তারপরে আপনার File Manager এ গিয়ে www নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। সেখানে যা যা রাখবেন, আপনার Local Host এ সেগুলো শো করবে।
phpMyAdmin এর Username হচ্ছে: root এটা ছোটো হাতের অক্ষরে হবে। আর পাসওয়ার্ড লাগবে না। পাসওয়ার্ড খালি রেখে দিবেন তাহলেই কাজ করবে।

লেখক: সাদমান আবদুল, তথ্যপ্রযুক্তি লেখক

Exit mobile version