TechJano

অ্যাপাসারের ৩.১ পেনড্রাইভে কি সুবিধা আছে?

অ্যাপাসারের নতুন মডেলের একটি পেনড্রাইভ বাজারে ছেড়েছে টেক রিপাবলিক বাংলাদেশ লিমিটেড। অ্যাপাসার পেনড্রাইভটির মডেল এ এইচ ৩৫৯। পেনড্রাইভটি একাধারে ব্যবহারবান্ধব ও দৃষ্টিনন্দন। সাথে রয়েছে দ্রুত গতির নিরাপদ তথ্য পরিবহন ও সংরক্ষণ সুবিধা।

পেনড্রাইভটির ক্যাপ যেন হারিয়ে না যায় সেজন্য এর পেছন ভাগে রয়েছে এটি আটকে রাখার বিশেষ ব্যবস্থা।একইসঙ্গে সহজে বহন করার জন্য রায়েছ কি-চেইন। অপরদিকে ইউএসবি ৩.১ পোর্টের হওয়ায় এর তথ্য পরিবহন গতি ৫ জিবি পর্যন্ত বহাল থাকে।

১৬ ও ৩২ জিবি তথ্য ধারণ ক্ষমতার১৬ জিবি পেনড্রাইভটির মূল্য ধরা হয়েছে ৫৭৫ টাকা। ৩২ জিবির পেনড্রাইভটি কিনতে গেলে দাম পরবে ৯৫০ টাকা।

Exit mobile version