TechJano

বেজেল লেস লেনোভো জেড ফাইভ

আইফোনকে টেক্কা দিতে  বেজেল লেস লেনোভো জেড ফাইভ আসছে। একে বলা হচ্ছে আইফোন কিলার ফোন। সাধারণত  স্মার্টফোনগুলোকে আইফোনের সঙ্গে তুলনা করা হয় । আইফোন এক্স এখন সবার আলোচনায়। চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে এ ফোনটি সম্পর্কে তথ্য প্রকাশিত হয়।

সাধারণত স্মার্টফোনগুলোর স্ক্রিনগুলোতে কিছুটা জায়গা ফাঁকা রেখে ডিসপ্লে বসানো থাকে। একে বলে বেজেল।  ৫ জুন জেড ফাইভ নামের একটি স্মার্টফোন আনছে লেনোভো যার পুরোটা জুড়েই থাকবে বেজেলেলেস স্ক্রিন। চীনের বেইজিংয়ের এক অনুষ্ঠানে বিশ্বের প্রথম ‘বেজেল লেস’ বা বেজেলহীন স্মার্টফোনের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।  দীর্ঘদিন ধরেই এ ফোনটি নিয়ে গুঞ্জন ছিল। বিভিন্ন অনলাইনে এ ফোনটির ফিচার নিয়ে তথ্য প্রকাশিত হয়। সম্প্রতি লেনোভোর পক্ষ থেকে স্মার্টফোনটি বাজারে আনার কথা নিশ্চিত করা হয়েছে।

লেনোভোর সিইও ইয়াং ইউয়ানকিং জেড ৫ স্মার্টফোনটি বাজারে আসার খবর নিশ্চিত করেছেন। ফোনটিতে পেটেন্ট করা ১৮টি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর বাইরে স্মার্টফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ডুয়াল ক্যামেরা রয়েছে। এ ছাড়া স্মার্টফোনটিতে ভিভোর এক্স ২১ স্মার্টফোনটির মতো ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে।

কোয়ালকম ৮৪৫ প্রসেসরের ফোনটিতে ৯৫ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে। এর বাইরে ওয়্যারলেস চার্জিং থাকবে। এর ব্যাটারির চার্জ যদি শুন্যতে নেমে আসে তারপরও আধঘণ্টা কথা বলা যাবে।গুঞ্জন রয়েছে, ফোনটিতে ৪ টেরাবাইট স্টোরেজ থাকবে। অর্থাৎ, একটি ফোনের মধ্যেই দুই হাজার এইচডি মুভি, দেড় লাখ গান, ১০ লাখ ছবি রাখা যাবে। এর কাঠামো হবে ধাতব যার পেছনে গ্লাস প্যানেল ব্যবহৃত হবে।

Exit mobile version