TechJano

আইফোন ১৩-তে বড় মাপের ক্যামেরা আপগ্রেড আসছে

অ্যাপলের নতুন আইফোন লাইনআপে অন্তত তিনটি বড় ধরনের ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং ফিচার চোখে পড়বে। শুধু তা-ই নয়, থাকবে দ্রুতগতির এ১৫ চিপ এবং দেখা মিলবে আরও ছোট নচের।

ব্লুমবার্গে মার্ক গারম্যান সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, ফোনের পোর্ট্রেইট মোড ফিচারের ভিডিও সংস্করণের দেখা মিলবে নতুন হ্যান্ডসেটে। এর ফলে ‘প্রোরেজ’ নামের উচ্চ মানের ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যবহারকারীরা। আইফোন ১৩ এর বেলায় ক্যামেরা ফিচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্যামেরার পাশাপাশি নতুন আইফোনে আরও কিছু আপগ্রেড থাকবে বলে জানিয়েছেন গারম্যান। এরকমই এক আপগ্রেড হলো দ্রুতগতির নতুন এ১৫ চিপ। এ ছাড়াও আগের তুলনায় ছোট আকারের নচও চোখে পড়বে ব্যবহারকারীদের।

সাধারণত সেপ্টেম্বরে নিজেদের নতুন আইফোন নিয়ে হাজির হয় অ্যাপল। কিন্তু গত বছর মহামারীর মুখে অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল আইফোন অবমুক্তির অনুষ্ঠান। সে সময় কোভিড-১৯ এর কারণে উৎপাদন জটিলতায় পড়েছিল প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, গত বারের মতো এবারও ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আইফোন দেখাবে অ্যাপল।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাপল মুখপাত্র। আইফোনে প্রথমবারের মতো পোর্ট্রেইট মোডের দেখা মেলে ২০১৬ সালে। আইফোন ৭ প্লাসের মাধ্যমে ফিচারটির সঙ্গে আইফোন প্রেমীদের পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল। এরপর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ফিচারটি। বড় অ্যাপার্চারের ইফেক্ট বা সামনে-পেছনে ঘোলাটে আবহ বজায় রেখে বিষয়বস্তুকে ফোকাসে রেখে ছবি তোলার এ প্রক্রিয়াটি ‘বোকেহ এফেক্ট’ নামেও পরিচিত।

নতুন আইফোনের ক্ষেত্রে একই প্রক্রিয়া ভিডিওতেও আনতে চাইছে অ্যাপল। ভিডিও সংস্করণের ফিচারটিকে অভ্যন্তরীণভাবে ‘সিনেম্যাটিক ভিডিও’ নামে ডাকা হচ্ছে বলে উল্লেখ করেছেন গারম্যান। স্থির ছবির মতোই আইফোনের ডেপথ সেন্সর এফেক্টটি ফুঁটিয়ে তুলবে এবং রেকর্ডিংয়ের পর ব্যবহারকারীদেরকে ঘোলাটে আবহের মাত্রা ঠিক করে নিতে দেবে।

নতুন প্রোরেজ ভিডিও-রেকর্ডিং ফিচার আইফোন ব্যবহারকারীতেরকে উচ্চ-মানের ফরম্যাটে ক্লিপ ধারণ করতে দেবে। এতে করে সম্পাদনার সময় ভিডিও সম্পাদকের হাতে থাকবে বাড়তি নিয়ন্ত্রণ।

এ ফরম্যাটটি চলচ্চিত্র শিল্পে পেশাদার ভিডিও সম্পাদকরা ব্যবহার করে থাকেন। এর ফাইল আকার যথেষ্ট বড় হয়ে থাকে। এ কারণে সাধারণের ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে ফরম্যাটটি। গারম্যান জানিয়েছেন, পরবর্তী আইফোনে প্রোরেজ ফিচারটি এইচডি অথবা ৪কে রেজুলিউশনে ভিডিও ধারণ করবে।

গত বছরই ‘প্রো-র’ (ProRaw) নামের নতুন ফিচার আইফোনে দিয়েছে অ্যাপল। ফিচারটি স্থির ছবির বেলায় সম্পাদকদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। নতুন প্রোরেজ আগের ফিচারটিকে অনুসরণ করবে বলেই জানিয়েছেন গারম্যান। ধারণা করা হচ্ছে, ‘প্রো-র’ এর মতোই প্রোরেজ ভিডিও রেকর্ডিং শুধু দামি প্রো মডেলের জন্য আসবে।

Exit mobile version