কাজের জন্য ভালো ল্যাপটপ খুঁজছেন? বাজারে অনেক ল্যাপটপ পাওয়া যায়, কিন্তু কনফিগারেশন আর কাজের কথা বিবেচনায় আইলাইফ অনেকের প্রিয় ব্র্যান্ড। দেশের বাজারে মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের নতুন তিনটি মডেলের ল্যাপটপ উন্মুক্ত করেছে কম্পিউটার আমদানিকারক প্রতিষ্ঠান সুরভী এন্টারপ্রাইজ লিমিটেড। নতুন তিনটি মডেল হচ্ছে জেড এয়ার প্লাস, জেড এয়ার এইচ ৬, জেড এয়ার ৩।
কেন কিনবেন নতুন এই ল্যাপটপগুলো? জেড এয়ার প্লাস ল্যাপটপটিতে ১৫ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ৬ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক রয়েছে। সহজে বহনযোগ্য ল্যাপটপটির দাম ২৬ হাজার ৫০০ টাকা।
নিশ্চিন্তে কিনতে পারেন নতুন ল্যাপটপগুলো। কারণ এর সঙ্গে আছে ওয়ারেন্টি। ০১৮৪৭০৫২০৭৪, ০১৮৪৭০৫২০৮২ নম্বরে ফোন করে জানতে পারেন।