ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় ডেটা জার্নালিজম
বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় বর্তমান সময়ের সাংবাদিকতায় ডেটা জার্নালিজমের প্রভাব এবং কিভাবে সাংবাদিকরা প্রয়োজনীয় ডেটা সংগ্রহ ও পাঠকদের উপযোগী করে গণমাধ্যমে প্রকাশ করবে এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ডেটা সাংবাদিকতায় অভিজ্ঞ দুইজন সাংবাদিক জাইমা ইসলাম ও শায়ের রিয়াজ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সেশনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসক বাংলাদেশ চ্যাপ্টারের বোর্ড অফ ট্রাস্টির সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন, রহমান খান জন ও মোঃ রবিউল আলম। সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. হাফিজ মোঃ হাসান বাবু ও হাইফাই ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাফকাত আলম। এ আয়োজনের সহযোগি হিসাবে ছিলো হাইফাই ডিজিটাল লিমিটেড।