TechJano

আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড পেল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড (বিএটিবি) ইন্সিটিটিউট অব কস্ট ম্যনেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক ‘ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রি’ ক্যাটাগরিতে বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড ’ ২০১৭’ পুরষ্কৃত হয়েছে। প্রসঙ্গত, বিএটি বাংলাদেশ মোট ৪ বার এ পুরষ্কার পেলো।
গত ৮ ডিসেম্বর, ২০১৮ ইং তারিখ শনিবার স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরষ্কার প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব শেহজাদ মুনিম, ম্যানেজিং ডিরেক্টর, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর পক্ষ থেকে অর্থমন্ত্রীর নিকট থেকে এ্যাওয়ার্ড গ্রহন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুবিনা আসাফ, হেড অব লিগ্যাল এন্ড এক্সটার্নাল এফেয়ার্স, মো. আজিজুর রহমান এফসিএস, হেড অব পাবলিক এফেয়ার্স, বিএটি বাংলাদেশ এবং দেশের বিভিন্ন শিল্প খাতের অতিথিরা।
বিএটি বাংলাদেশ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় বাজার ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে প্রচলিত নিয়ম এবং পর্যবেক্ষনের মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা, সময়োপযোগী নীতি ও উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করে থাকে। সর্বোপরি সমাজে একটি সৃষ্টিশীল এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কোম্পানির ধারাবাহিক প্রচেষ্টার ফসল এই পুরস্কার।

Exit mobile version