আবার আসছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রথম দিকের অপারেটিং সিস্টেম (ওএস) ‘লিসা’। এবার লিসা ওএস উন্মোচনের পরিকল্পনা নিয়েছে ক্যালিফোর্নিয়ার কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম।
প্রথম ১৯৮৩ সালে উন্মোচন করা হয়েছিল লিসা। সে সময় এটি ছিল এমন এক পার্সোনাল কম্পিউটার, যাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও মাউস ব্যবহারের সুবিধা ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সে সময় লিসা ওএস-চালিত মাত্র ১০ হাজার কম্পিউটার বিক্রি হয়েছিল।
কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের তথ্যমতে, লিসা ওএসের সোর্স কোড পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে এ কোড পর্যবেক্ষণ করছে অ্যাপল।
মিউজিয়ামের সফটওয়্যার তত্ত্বাবধায়ক আল কসো বলেন, আমি সবাইকে জানাতে চাই, যে ওএস ও অ্যাপ্লিকেশন পুনরুদ্ধার করা হয়েছে, তা ইউনিক্স অ্যান্ড অফলাইন কনভেনশনসে রূপান্তর করতে সমর্থ হয়েছি এবং ডিস্ক ইমেজ শেফ ব্যবহার করে, সেগুলো পুনরুদ্ধার করে প্যাসকেল ট্যাবের জন্য জায়গা রাখা হয়েছে এবং সেগুলো অ্যাপল পর্যালোচনা করছে।
তিনি বলেন, অ্যাপল পর্যালোচনা শেষে এটি উন্মোচনের সবুজসংকেত দিলে ২০১৮ সালে তা বাজারে ছাড়া হবে। এছাড়া ব্যবহারকারীরা এবার লিসা ওএস বিনামূল্যে পাবেন।