ফেসবুক, গুগলের পর বাংলাদেশে প্রথম বারের মতো ভ্যাট দিল ইকমার্স জায়ান্ট আমাজন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে প্রতিষ্ঠানটি ৫৩ লাখ টাকা ভ্যাট জমা দিয়েছে।
এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। আমাজন ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুগল, ফেসবুক ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই।
২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। মাইক্রোসফট আগামী আগস্টে রিটার্ন দেওয়া শুরু করবে।এ ছাড়া আমাজন ও গুগলও আগস্ট মাস থেকে রিটার্ন দেবে।