TechJano

আমাজন দেশে প্রথম বারের মতো ভ্যাট দিল

ফেসবুক, গুগলের পর বাংলাদেশে প্রথম বারের মতো ভ্যাট দিল ইকমার্স জায়ান্ট আমাজন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে প্রতিষ্ঠানটি ৫৩ লাখ টাকা ভ্যাট জমা দিয়েছে।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। আমাজন ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুগল, ফেসবুক ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই।

২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। মাইক্রোসফট আগামী আগস্টে রিটার্ন দেওয়া শুরু করবে।এ ছাড়া আমাজন ও গুগলও আগস্ট মাস থেকে রিটার্ন দেবে।

Exit mobile version