TechJano

আমার এমপি-কি করে?

সংসদকে কি প্রশ্ন করতে চান? আমার এমপি দিয়ে সংসদকে প্রশ্ন করা যায়। সংসদ চাইলে সে প্রশ্নের উত্তর দেন আমার এমপি ডটকমে। এটি এমপি ও জণগণের যোগাযোগ প্ল্যাটফর্ম। আমার এমপি ডটকম রাজনৈতিক অঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের মিলনায়তনে আমার এমপি ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

পলক বলেন, `সারাদেশের এমপিদের উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হয় এসবের সময়োচিত জবাব দিতেই এই ডিজিটাল প্লাটফর্ম আমারএমপিডটকম চালু করা।’

ডিজিটাল প্লাটফর্ম ফেসবুকের গুরুত্বের কথা উল্লেখ করে পলক বলেন, `আমারা যে বক্তব্য দিচ্ছি এখানে তিনশ’ মানুষ শুনছেন। কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ করলে সাথে সাথেই ৩০ হাজার মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব।’

পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপু মনি বলেন, `আমারএমপিডটকমের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা সম্ভব। নাগরিক সেবা আজ হাতের মুঠোয়। জনগণের সাথে আমাদের যত বেশি সংযোগ হবে আমরা ততবেশি আমাদের দয়িত্ব পালনে সুবিধা করতে পারবো।’

তিনি বলেন, `দেশের ৫০ শতাংশ মানুষের আজ ইন্টারনেট এক্সেস আছে। দেশের মানুষ ১৩ কেটি সিম ব্যবহার করছে। অবাধ তথ্য প্রবাহের কারণে মানুষ আজ সোচ্চার হয়েছে।’

দিপু মনি বলেন, `স্বচ্ছজবাবদিহিতার এই সরকার সকল ব্যবস্থা করেছে। যাদের কাছে পৌঁছাতে আমাদের দশ বছর লাগতো, তাদের সাথে আজ আমরা খুব সহজেই যোগযোগ করতে পারছি।’

অনুষ্ঠানে বেশ কয়েকজন দর্শক উপস্থিত সংসদ সদস্যদের কাছে সরাসরি প্রশ্ন করেন। সংশ্লিষ্ট সংসদ সদস্যরা তাদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমারএমপিডটকম সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় নারী সংসদ সদস্য রওশন আরা মান্নান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি।

অনুষ্ঠানে সেরা দশ সংসদ সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মননা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত সংসদ সদস্যরা এবং আমারএমপিডটকমের অ্যাম্বাসেডররা।

Exit mobile version