TechJano

আসছে অ্যালকাটেল থ্রিসি

গ্রাহকদের জন্য কম দামের বেজেললেস ডিসপ্লের ফোন বাজারে আনছে অ্যালকাটেল। ফোনটির মডেল অ্যালকাটেল থ্রিসি।

বাজেট সাশ্রয়ী অ্যাকাটেলের থ্রি সি মডেলের ফোনটিতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর মিডিয়াটেক এমটি৮৩২১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গোল্ড এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।অ্যালকাটেলের নতুন এই ফোনটির ডিসপ্লের রেশিও ১৮:৯। যা কীনা সাধারণত হাই এন্ড সিরিজে দেখা যায়। নতুন এই ফোনটিতে আছে ৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। এইচডি প্লাস ডিসপ্লের রেজুলেশন ৭২০x১৪৪০ পিক্সেল।

ছবির তোলার জন্য ফোনটি আছে এলইডি ফ্লাশ সমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

এক জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম থাকছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

অ্যান্ড্রয়েড ৭.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।

ফোনটির দাম হবে ১২ হাজার টাকার কাছাকাছি।

Exit mobile version