TechJano

ইউটিউব থেকে ‘আজব’ পেল সম্মাননা

আজব সব ভিডিও দেখতে চান? ইউটিউবে আছে ‘আজব’ এক চ্যানেল। যা দর্শকদের মন জয় করেছে। ইউটিউবও দিয়েছে স্বীকৃতি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তুমুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। এই প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট তৈরি ও সরবরাহকারী জনপ্রিয় ভেরিফায়েড চ্যানেলগুলোকে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ দিয়ে সম্মানিত করা হয়।
ইউটিউব চ্যানেলে ‘আজব’ এর ভিডিও কনটেন্টকে স্বীকৃতি দিয়ে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ দিয়ে সম্মানিত করেছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। ‘আজব’ ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য এ সম্মান দেওয়া হয়। গত মে মাসে এই মাইলফলক পেরিয়ে যায় ‘আজব’। বর্তমানে এর সাবস্ক্রাইবার সংখা দেড় লাখেরও বেশি।
সিলভার প্লে বাটনের সঙ্গে পাঠানো সম্মাননাপত্রে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান উইজেসকি বলেন, ‘আজব’ এমন কিছু করেছে, যা খুব কম ইউটিউব ক্রিয়েটরই করতে পেরেছে। তিনি আরও বলেন, আমরা জানি আপনারা পুরস্কারের জন্য এটি করেননি। আপনারা এটি করেছেন, কারণ আপনারা সৃষ্টি এবং তা ভাগাভাগি করার পথে চলেন।’

আজব চ্যানেলের ৪ সদস্যের দলে রয়েছেন মহিউদ্দিন আহামেদ, রুপম রাজ্জাক, সিজারাজ জাহান মিমি এবং তানিয়া সুলতানা। ইউটিউব থেকে সম্মাননা পাওয়া প্রসঙ্গে মহিউদ্দিন আহামেদ বলেন, একদম শখের বশে করা একটি চ্যানেল মাত্র ১ বছর সময়ের মধ্যে এত দর্শক প্রিয়তা পাবে তা আমাদের কল্পনার মধ্যেও ছিলনা। তবে আমরা সব সময় চেয়েছি দর্শকদেরকে ভাল কিছু উপহার দিতে এবং সেটা এখনো অব্যাহত আছে।


‘আজব’ চ্যানেলে মুলত অমিমাংসিত রহস্য, বিনোদন, শিক্ষামুলক এবং মানুষকে চমৎকৃত করে এ ধরনের ভিডিও পাবলিশ করা হয়।
প্রসঙ্গত, নির্দিষ্ট কিছু মাইলফলক পেরোনোর পর চ্যানেলগুলোকে উৎসাহিত করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ বিশেষ কিছু প্লে বাটন ট্রফি দেয়। এক লাখ সাবস্ক্রাইবার সংখ্যা পেরোনোর পর সিলভার প্লে বাটন দেওয়া হয়।

১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পেরোলে ইউটিউবের পক্ষ থেকে দেওয়া হয় গোল্ডেন প্লে বাটন। আর এক কোটি সাবস্ক্রাইবার পেলে পাওয়া যায় ডায়মন্ড প্লে বাটন।

আজব চ্যানেলে ঘুরে আসতে ক্লিক করুন- https://www.youtube.com/ajobbd এই লিংকে।

Exit mobile version