একগুচ্ছ দুর্দান্ত ফিচার নিয়ে স্যামসাং তাদের নতুন স্মার্টফোন বাজারে আনলো। ফোনটির মডেল গ্যালাক্সি অন৬। ফোনটিতে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে।স্যামসাং গ্যালাক্সি অন৬ ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ। শাওমি নোট ৫ প্রো এর সাথে দিতেই স্যামসাং এর নতুন এই ফোন বাজারে।
ফোনটিতে রয়েছে অ্যাড্রয়েন্ড ৮.০ অপারেটিংস সিস্টেম। ৫.৬ ইঞ্চির এর ফোনটিতে ব্যবহার করা হয়ে এইচডি প্লাস সুপার অ্যামোলেড ১৮.৫:৯ অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে। থাকছে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ।
গ্যালাক্সি অন ৬ স্মার্টফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তুলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুইটি ক্যামেরার সাথে একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ফেস আনলক ফিচার। ফোনটির ব্যাটারীতে থাকছে ৩ হাজার এমএএইচ।
ভারতের বাজারে ফোনটি ১৪ হাজার ৪৯০ রুপিতে পাওয়া যাবে। আগামী ৫ জুলাই থেকে বিক্রি শুরু হবে। তবে বাংলাদেশের বাজারে ফোনটি আসবে কিনা এই সর্ম্পকে এখনো জানা যায়নি।