ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের ২০১৯-২০২১ মেয়াদের কার্য নির্বাহী কমিটিতে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে টিম ইউনাইটেড।
অ্যাম্বার আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিমের নেতৃত্বে জেনারেল ক্যাটেগরিতে নয় সদস্যের দল নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল টিম ইউনাইটেড। সেখানে পুরো প্যানেলই জয়লাভ করেছে।
ফলে আবারও ইমদাদুল হক ও আমিনুল হাকিমের নেতৃত্ব পাচ্ছে দেশে ইন্টারনেট ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি।
জেনারেল ক্যাটেগরিতে সবগুলো পদ নিজেদের করে নিলেও টিম ইউনাইটেড সহযোগী সদস্য পদের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেয়নি। তবে সহযোগী পদে যারা বিজয়ী হয়েছেন তারাও টিম ইউনাইটেডের সমর্থন পুষ্ট বলে জানান আমিনুল হাকিম।
অন্যদিকে দলটির মূল প্রতিদ্বন্দ্বী ‘টিম ক্যাটালিস্ট’ জেনারেল ক্যাটেগরিতে ৮ সদস্যবিশিষ্ট প্যানেল দিলেও সেখান থেকে কেউ নির্বাচিত হননি।
সর্বোচ্চ ১০১ ভোট পেয়ে পরিচালক পর্যদের পদে নির্বাচিত হয়েছে এমদাদুল হক, আমিনুল হাকিম পেয়েছেন ৯৫ ভোট, আহমেদ জুনায়েদ ৯১, মঈন উদ্দিন আহমেদ ৮৬, নাজমুল করিম ভূঁঞা ৮৪, এফএম রাশেদ আমিন ৮১, মো. সারওয়ার সিকদার ৭৮, মো. আনোয়ারুল আজিম ৭৭ এবং মো. কামাল হোসেন ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।