TechJano

ইন্সটা পে আনল ইকুরিয়ার

ইন্সটা পে আনল ইকুরিয়ার। ইন্সটা পে থেকে ক্যাশ অন ডেলিভারির টাকা এবার মার্চেন্টরা হাতে পেয়ে যাবেন ডেলিভারির সঙ্গে সঙ্গেই।

ডটলাইনস-এর উদ্যোগ ইকুরিয়ার, দেশের প্রথম এবং সবচেয়ে বড় কুরিয়ার প্রতিষ্ঠান হিসেবে সবসময়ই তাঁর গ্রাহক ও মার্চেন্টদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে।

মার্চেন্টের ব্যবসাকে সহজ এবং আরো বেশি লাভবান করাই ইকুরিয়ার এর প্রতিটি উদ্দ্যেগ এবং উদ্ভাবনের মুখ্য উদ্দেশ্য থাকে। তারই ধারাবাহিকতায় এবার ইকুরিয়ার তাঁর মার্চেন্টের চাহিদা সাপেক্ষে নিয়ে এসেছে ইকুরিয়ার ইন্সটা পে।

অনলাইন ব্যবসার যুগে, গ্রাহকরা বেশির ভাগ ক্ষেত্রেই ক্যাশ অন ডেলিভারি অপসন টা পছন্দ করেন।

“ক্যাশ অন ডেলিভারিতে” মার্চেন্ট বা ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছায় কচ্ছপের গতিতে, কারণ কুরিয়ার কোম্পানি রা সাধারণত সপ্তাহে সর্বোচ্চ একবার টাকা রিকন্সিলিয়েশন করে থাকে মার্চেণ্টদের সাথে।

এতে করে, ছোট থেকে মাঝারি মার্চেন্ট দের একটা বড় অংশের পুঁজি আটকে থাকে কুরিয়ার বা পার্সেল ডেলিভারি কোম্পানির কাছে। এটা যেমন ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কমায়, ঠিক তেমনি প্রয়োজনের সময় হাতে টাকা থাকে না।

অনেক ক্ষেত্রেই পরের সপ্তাহের প্রোডাক্ট ডেলিভারি বিলম্বিত হয়ে যায় পুঁজির অভাবে।

ইকুরিয়ার ইন্সটা পে এর মাধ্যমে ব্যবসার ক্যাশ অন ডেলিভারির টাকা এবার মার্চেন্ট নিজের হাতে পেয়ে যাবেন ডেলিভারি এর সঙ্গে সঙ্গেই ।

ইকুরিয়ার ডেলিভারি এজেন্ট পার্সেল গ্রাহকের হাতে পৌঁছানো মাত্র, এবং গ্রাহক ক্যাশ টাকা এজেন্ট কে প্রদান করার সাথে সাথেই, মার্চেন্ট ডিজিটালি তাদের পেমেন্ট পেয়ে যাবেন ইনস্টেন্টলি।

ফলে এখন বাংলাদেশ এর যে কোন জায়গায় পণ্য, অফিসিয়াল পার্সেল, ডকুমেন্টস পৌঁছানোর সাথে সাথে সাথেই মার্চেন্ট পেয়ে যাবেন পেমেন্ট এর টাকা ।

দেশে এই প্রথম এই ধরনের সেবা নিয়ে এলো ইকুরিয়ার। সুদীর্ঘ পরিকল্পনার পর তারা সম্ভাবনার নতুন এই দুয়ার উন্মোচন করতে সক্ষম হয়েছে।

ইকুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল বলেন, ‘ইকুরিয়ারের প্রায় পঁচিশ হাজার মার্চেন্ট সাফল্যের সাথে ব্যবসা করে চলছে ।

ইকুরিয়ার সবসময় মার্চেন্টের সাফল্যের কথা চিন্তা করে কাজ করে এসেছে। ইকুরিয়ার ‘ইন্সটা পে’ এর ফলে মার্চেন্টদের টাকার প্রবাহ থাকবে তাঁদের ইচ্ছা অনুযায়ী।

পুঁজির সমস্যা আর কোনো সময় থাকবে না ইকুরিয়ার গ্রাহক এবং মার্চেন্টদের। নগদ টাকা কে ডিজিটাল কারেন্সীতে রূপান্তর করে, আমাদের দেশ নেত্রী ও প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ এর স্বপ্ন বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাবো আমরা ইকুরিয়ার ‘ইন্সটা পে’ এর মাধ্যমে’ ।

ইকুরিয়ার সম্পর্কে

বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অন-ডিমান্ড লাস্ট মাইল লজিস্টিক নেটওয়ার্ক ইকুরিয়ার, যা দিচ্ছে উন্নত প্রযুক্তিসম্পন্ন ওয়ান-স্টপ ডেলিভারী সল্যুশন।

২০১৪ সালে এর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বিশ্বমানে পরিকাঠামো, উন্নত মানের লজিস্টিক অপারেশন্স ও কাটিং-এজ প্রযুক্তির দক্ষতার মাধ্যমে দেশের ই-কমার্সের জন্য সর্ববৃহৎ অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যস্থির করে।

গ্রাহক অভিজ্ঞতা ও খরচ যুক্তিসঙ্গত করার মাধ্যমে বাংলাদেশে হোম ডেলিভারী, স্টোর পিক-আপ এবং রিটার্ন সার্ভিসের সুবিধা-সহ একটি ভিন্নধর্মী নেটওয়ার্ক তৈরিতে ইকুরিয়ারই প্রথম।

তাদের ১০ টি অফিস এবং ৬০০ এরও বেশি কর্মী রয়েছে। এছাড়া ৫০ টি চ্যানেল পার্টনার যারা ২৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠান, ব্যবসায় ও ব্যক্তিদের ডেলিভারী সেবা দিয়ে থাকে।

 

Exit mobile version