TechJano

ই-ক্যাব ওয়ার্কশপ

আপনারা নিশ্চয় অবগত আছেন, প্রতি মিনিটে গুগলে ৩৮ লাখ ৭৭ হাজারের বেশি সার্চ হয়, ইউটিউবে ৪৩ লাখ ৩৩ হাজার ভিডিও ভিউ হয়, ইন্সটাগ্রামে ৪০ হাজার নতুন পোস্ট হয়। ব্র্যান্ড এন্ড মার্কেটিং স্টান্ডিং কমিটি, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (e-Cab) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এত সব কন্টেন্ট এর ভীড়ে বিক্রেতাগন তাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস এর কনটেন্ট টি সম্ভাব্য ক্রেতার চোখে পড়ছে তো?

এই প্রতিযোগিতার বাজারে শুধুমাত্র সম্ভাব্য ক্রেতার চোখের সামনে থাকাটাই একমাত্র সমাধান নয়, বরং অন্যদের চেয়ে অনেক ভালোভাবে, বিশ্বাসযোগ্য ও আকর্ষনীয় উপায়ে এবং সঠিক সময়ে নিজের পন্য বা সেবাকে সম্ভাব্য ক্রেতার সামনে উপস্থাপন করাটাই সফলতার অন্যতম উপাদান।

এই বিষয়গুলো বিবেচনা করে ইক্যাবের ব্রান্ড এন্ড মার্কেটিং স্টান্ডিং কমিটি এই ওয়ার্কশপের আয়োজন করেছে।

ফেইসবুক ইভেন্ট লিংক : https://www.facebook.com/events/873692579487031/

ওয়ার্কশপের আলোচ্য বিষয়ঃ

a. Develop an Online Marketing Strategy.

b. Being Visible at Online

c. Content Creation and Distribution

d. Authority Building

e. Secrets of Sale in Online

f. Hyper-Local Marketing Techniques

g. Online Advertise and Nonpaid Promotion

h. Growth Hacking

ওয়ার্কশপ সম্পর্কিত তথ্যঃ

কবে হবেঃ ১৪ সেপ্টেম্বর, ২০১৮ (শুক্রবার)

কোথায় হবেঃ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ধানমন্ডি ৪/২ সোবাহানবাগ, মিরপুর রোড, ঢাকা ১২০৭
সময়ঃ সকাল ১০ টা থেকে বিকেল ৬.০০ টা

Exit mobile version