TechJano

এআইএসবি-এর নতুন সভাপতি ও সেক্রেটারি কারা?

এআইএসবি হচ্ছে এসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশ (এআইএসবি) এর সংক্ষিপ্ত রূপ। সম্প্রতি গুরুত্বপূর্ণ এ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এসেছে নতুন মুখ।
ড. ইজাজুল হক এআইএসবি সভাপতি এবং ড. মো. রাকিবুল হক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি তথ্যপ্রযুক্তি প্রধান ড. ইজাজুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাকিবুল হক ২০১৮-২০১৯ মেয়াদের এসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশ (এআইএসবি) এর সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানা গেছে।

নতুন নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রকাশনা ও মেম্বারশীপ পরিচালক মোঃ শহীদুল ইসলাম ফকির (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং ইভেন্টস এবং এফিলিয়েশন পরিচালক মো. মোফাজ্জাল হোসেন (ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট)। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ড. মাহফুজ আশরাফ এআইএসবি’র সমন্বয়কারী হিসাবে কাজ করছেন।
উল্লেখ্য, এসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশ (এআইএসবি) হল এসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস (এআইএস) এর একটি স্থানীয় চ্যাপ্টার। এআইএস ইনফরমেশন সিস্টেমস পেশাদারদের বৃহত্তম অলাভজনক প্রতিষ্ঠান, যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল প্রতিষ্ঠান এবং ব্যক্তিজীবনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করা।

Exit mobile version