TechJano

এইচপি ব্রান্ডের মোবাইল ডিস্ক এখন বাজারে, কি আছে এতে?

দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডে বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের আকর্ষনীয় মোবাইল ডিস্ক ড্রাইভ।

ইউএসবি ৩.০ প্রযুক্তি সম্পন্ন এই মোবাইল ডিস্কের রিডিং স্পীড ৭৫ মেগাবাইট পার সেকেন্ড এবং রাইটিং স্পীড ৩০ মেগাবাইট পার সেকেন্ড।

বর্তমানে ৬৪ জিবি, ৩২ জিবি এবং ১৬ জিবি স্পেস এর মোবাইল ডিস্ক বাজারে ছাড়া হয়েছে যার মূল্য যথাক্রমে ২০৫০ টাকা, ১০৫০ টাকা এবং ৭৫০ টাকা। মেটাল বডির এই পেনড্রাইভে রয়েছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। বিস্তারিত : ০১৭৩০৩১৭৭৮৭।

Exit mobile version