TechJano

এক চার্জে বাইক চলবে ৫০০ কিমি!

ভারতে এমন একটি বাইক বাজারে ছাড়া হয়েছে যা এক চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। ‘দ্য ম্যানকেমন ইপি-১’ মডেলের ইলেকট্রিক সুপার বাইকটি তৈরি করেছে ব্যাঙ্গালুরুরের স্টার্টআপ প্রতিষ্ঠান ম্যানকেম অ্যাটোমোটিভ।এতে রয়েছে তিনটি রাইডিং মোড। কন্ট্রোলিংয়ের জন্য বাইকটিতে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।

এটাই প্রথম বাইক যেটি এক চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারবে বলে দাবি করছে প্রস্তুতকারী উদ্যোক্তা প্রতিষ্ঠানটি। এর উদ্ভাবকরা জানিয়েছেন, বাইকটিতে হাই ডেনসিটি ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। ফলে এটি সিঙ্গেল চার্জে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

ম্যানকেম অ্যাটোমোটিভ জানিয়েছে, বাইকটি এখন প্রোটোটাইপ হিসেবে তৈরি করা হয়েছে। এটাকে বাণিজ্যিকভাবে তৈরির পরিকল্পনা রয়েছে। এর জন্য অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং করা হচ্ছে। তবে ইলেকট্রিক সুপার বাইকটির মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি।

সূত্র: অটোডটএনডিটিভি

Exit mobile version