TechJano

এনটিআরসিএ’র জাতীয় মেধা তালিকা, এরপর কি হবে?

হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার সমন্বিত জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে অনেক নিবন্ধনধারীর অভিযোগ, এই জাতীয় মেধাতালিকা ভুলে ভরা। কারো অভিযোগ, রোল দিলে ফলাফল আসছে ঠিকই কিন্তু নানা বিড়ম্বনা দেখা যাচ্ছে।

নিবন্ধনকারীরা মেধা তালিকার পরও কি হবে না হবে তা নিয়ে আশঙ্কায় আছেন। কর্তৃপক্ষও এ বিষয়ে কিছু জানায়নি।  ভোগান্তিতে পড়াদের অভিযোগ, তাড়াহুড়া করায় এমন হয়েছে বলে মনে করছেন তারা। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মেধাতালিকায় স্থান পাওয়া অনেকেই ভাবছেন, এরপর কি হবে? নিয়োগ হবে তো?

নিবন্ধন পরীক্ষার মেধা তালিকার লিংক এবং এনটিআরসিএ’র সংক্রান্ত নির্দেশনা জেনে নিন

বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ সভাপতি মোঃ সেলিম রেজা ফেসবুক তার এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘‘মেরিট লিস্ট দেখে হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে কিছু দিন।

Ntrca খুব শীঘ্রই রিটকারী এবং প্রত্যাশিত আবেদন কারীদের কাছে ১ টি করে অনলাইনে এপ্লিকেশন চাইবে।

এই এপ্লিকেশন এ যারা যারা আবেদন করবে তারাই শুধু পরবর্তী চাকুরী পাওয়ার মেরিট লিস্ট এ থাকবেন।

এখন যাদের ৩/৪ অথবা ৫/৬ টি সার্টিফিকেট আছে তার সব সার্টিফিকেট মেরিট লিস্টে তালিকাতে আছে কিন্তু পরবর্তীতে শুধু ১ টি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে এবং ১ টি মেরিট লিস্টে নাম আসবে। সুতরাং এখানে লাখ খানেক সার্টিফিকেট এমনিতেই কমে যাবে।

২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিটা সাবজেক্ট এর যত শিক্ষক চাকুরী তে জয়েন করছে তারা বাদ যাবে।

মৃত ব্যক্তি আছে যারা চাকুরী করতে আর আসবে না কখনো তারা বাদ যাবে।

যারা ভালো পদে চাকরি করে, তারা টিচার হতে না চাইলে তারা বাদ যাবে।

এছাড়াও অনেকে চাকুরী করতে অনিচ্ছুক তারা চাকুরীরর জন্যে আবেদন করবে না তারাও বাদ যাবে। ’’

সর্বমোট School নিবন্ধনধারীর সংখ্যা দেখে নিন:
বিষয় ভিত্তিক।”
S/L No Subject Name Total
1 Zoology 5,503
2 Sociology 21,895
3 Political Science 34,517
4 Physics 7,015
5 Social Welfare/Social Work 10,948
6 Physical Education & Sports 7,556
7 Mathematics 25,636
8 Islamic Studies 27,727
9 Islamic History & Culture 10,883
10 Home Education 1,818
11 History 8,082
12 Hinduism 5,262
13 Geography & Environmental Science 5,197
14 English 30,092
15 Economics 11,505
16 Computer Education 18,610
17 Christianity 78
18 Chemistry 9,908
19 Business Studies 44,483
20 Buddhism 71
21 Botany 5544
22 Bengali 20,602
23 Agriculture 21,032

বেসরকারি শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ হয়েছে, আপনারটা দেখে নিন

Exit mobile version