বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গত ২৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সন্ধ্যায় সেমিনার কক্ষে (তৃতীয় তলা) অনুষ্ঠিত হয়ে গেল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)-এর বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভায় প্রথমে ফেডারেশনের বিগত কমিটির সাংগঠনিক ও আর্থিক রিপোর্ট প্রদান করা হয়। পরে ২০১৮-২০ কার্যবছরের জন্য ফেডারেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।
নতুন কার্যবছরের জন্য ফেডারেশনের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন স্থপতি লায়লুন নাহার স্বেমি। দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন বেলায়াত হোসেন মামুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুশীল চন্দ্র সূত্রধর ও শৈবাল চৌধুরী, যুগ্ম-সম্পাদক রিপন কুমার দাশ ধ্রুব, অর্থ সম্পাদক সাদেক হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন শোয়েব, দপ্তর সম্পাদক অদ্রি হৃদয়েশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাবীল আল জাহান এবং নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম খান, রোদেলা নিরুপমা ইসলাম, মোঃ আহসান কবীর, মাহমুদুল কবির মিল্টন, ফারহা জাবীন ঐশী ও ইমতিয়াজ পাভেল।
ফেডারেশনের সাবেক সভাপতি ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের নেতৃত্বে একটি তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ এবং চলচ্চিত্র গবেষক ও নির্মাতা ড. সাজেদুল আউয়াল।
উল্লেখ্য, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের চলচ্চিত্র সংসদগুলোর ফেডারেটিভ বডি। বর্তমানে দেশের ৩৯টি সক্রিয় চলচ্চিত্র সংসদ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)-র নিবন্ধিত সদস্য। এছাড়াও আরো কয়েকটি সক্রিয় চলচ্চিত্র সংসদ ফেডারেশনে নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছে। বার্ষিক সাধারণ সভায় প্রায় সকল সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে সাধারণ সভার নিয়মিত কার্যক্রম পরিচালিত হয় তথা বিগত কমিটির রিপোর্টসমূহ প্রদান ও অনুমোদন করা হয়। এছাড়াও উপস্থিত সদস্য সংগঠনের প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ও তাদের প্রশ্নসমূহ উত্থাপন করেন।
পরে নির্বাচন কমিশনারগণ নতুন কমিটি নির্বাচন করেন। নির্বাচিত কমিটি এর পরপরই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এক এজেন্ডা বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী সভা করেন এবং সেই সভায় সভাপতি হিসেবে স্থপতি লায়লুন নাহার স্বেমিকে দ্বিতীয় বারের মতো ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।