TechJano

এবার এল পার্কিং কই?

দেশে কি নামের আকাল পড়েছে? কদিন আগে রাইড শেয়ারিংয়ে এল ‘ও ভাই’। এবার পার্কিং সমস্যার সমাধানে এল পার্কিং কই? এটি মূলত অ্যাপভিত্তিক গাড়ি পার্কিং সেবা।
পার্কিংকই মূলত বাংলাদেশ বিশেষ করে ঢাকার পার্কিং সমস্যা ।ঢাকায় পার্কিং পাওয়া অনেম কষ্টের। মানুষ তার শখের গাড়ি নিরাপদ জায়গায় পার্ক করতে পারবে পার্কিং কই আপ্লিকেশন এর মাধ্যমে। বাংলদেশের প্রায় ২০-৩০% যানযট হয় অবৈধ পার্কিং এর কারনে পার্কিংকই আপ্লিকেশন এর মাধ্যমে এই সমস্যা অনেখানি কমে আসবে।
যেভাবে ব্যবাহার করবেন :
যদি আপনি আপনার পার্কিং স্পেস ভাড়া দিতে চান। তাহলে খুব সহজেই আপনি পার্কিং কই এ সাইন আপ করে আপনার প্লেসটি এড করে নিন এবং ইনকাম করুন। পার্কিং কই কর্তৃপক্ষ আপনার প্লেসটি ভেরিফাই করে এক্সেপ্ট করবে । আপনি যদি পার্কিং চান তাহলে যেকোন এলকায় গিয়ে অ্যাপ চালু করে ৫ কি.মি এর মধ্যে সব পার্কিং প্লেস খুজে পাবেন এবং ডিরেকশন এর মাধ্যমে যেতে পারবেন গাড়ি পার্ক করতে । আপনার স্টার্ট পার্ক থেকে স্টপ পার্ক সব অ্যাপ্লিকেশন এ হবে এবং আপনি নিরাপদে কোন ঝামেলা ছাড়া কম খরচে গাড়ি পার্ক করতে পারবেন।
এ সার্ভিস কি চলবে বলে মনে হচ্ছে?

Exit mobile version