TechJano

এবার টাকা ধার চাওয়ার সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের কাছে টাকা ধার চাওয়ার ফিচার চালু করেছে।  ফিচারটির মাধ্যমে টাকা পাঠানোর পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বন্ধুদের কাছে টাকা ধার চাইতে পারবেন। পরীক্ষামূলক ভারতে সেবাটি চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর আগে ফেসবুক মালিকানাধীন অ্যাপটি ব্যবহার করে শুধু টাকা পাঠানো (পে-মানি) যেত।

এখন থেকে পাঠানোর পাশাপাশি টাকা পেতে অনুরোধও (রিকোয়েস্ট মানি) করা যাবে। গত বছর হোয়াটসঅ্যাপ টাকা পাঠানোর ফিচার চালু করে। তবে এ সেবাটিও কেবল ভারতে চালু রয়েছে। হোয়াটসঅ্যাপ অর্থ স্থানান্তরে কিউআর কোড কিংবা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করে। এতে করে অর্থ ফিচারটির মাধ্যমে অর্থ লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। এদিকে হোয়াটসঅ্যাপে অর্থ লেনদেনের এ সুবিধা ভারতের বাইরে অন্য দেশে কবে থেকে চালু হবে এ সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।  ধারণা করা হচ্ছে, পরীক্ষামূলক সাফল্যের পর বিশ্বের অন্য দেশেও ফিচারটি চালু করবে হোয়াটসঅ্যাপ।

Exit mobile version