TechJano

এবার হাতের ইশারায় চলবে ডিভাইস

হাতের ইশারায় টাচ স্ক্রিন ফোন নিয়ন্ত্রণ করতে বাজারে এসেছে বিক্সি নামে একটি ডিভাইস। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে বিক্সি টাচ ফ্রি স্মার্ট কন্ট্রোলার। রান্না বা ড্রাইভ করার সময় ফোন ধরাটি বেশ ঝামেলাপূর্ণ কাজ। কিন্তু বিক্সি ব্যবহার করলে হাতের ইশারাতেই ফোন রিসিভ করা যাবে।

এছাড়াও গান পরিবর্তন, গুগল ম্যাপ স্ক্রল করা কিংবা বাল্বের আলো বাড়ানো কমানোর কাজগুলোও হবে বিক্সির সাহায্যে।এতে এক সাথে দুটি অ্যাপের ফাংশনও নিয়ন্ত্রণ করা যাবে।ডিভাইসটি পানি নিরোধক।পেছনে ধাতব কেস থাকায় সহজেই এটি চুম্বকের সঙ্গে আটকানো যাবে। হাতের ইশারা বুঝতে এতে লার্নিং বেজড অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। কালো রঙের ছোট এ ডিভাইসটি সহজেই পকেটে রাখা যায়। ডিভাইসটির দাম নির্ধারন করা হয়েছে ৯৯ ডলার।

Exit mobile version