TechJano

এবার হোয়াটসঅ্যাপের তথ্যও চুরির অভিযোগ

গোটা বিশ্বে ফেসবুকের তথ্যফাঁস নিয়ে যখন তোলপাড় চলছে , ঠিক তখনই প্রশ্ন উঠছে ‘হোয়াটসঅ্যাপ’-এর তথ্য-সুরক্ষা নিয়ে। কারণ হোয়াটসঅ্যাপের মালিকানাও ফেসবুকের হাতে। ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেরও তথ্য চুরি হচ্ছে, এমনই অভিযোগ করল চ্যাটওয়াচ নামে এক ব্রিটিশ সংস্থা। এই অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ‘চ্যাটওয়াচ’ নামে আর একটি অ্যাপের মাধ্যমে গোপনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথাবার্তায় আড়ি পাতা হচ্ছে। ওই অ্যাপের সাহায্যে হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে উঁকি মারতে পারবেন যে কেউ। কে কতক্ষণ কার সঙ্গে কথা বলছেন, বা সাধারণত কতটা সময় সে হোয়াটস অ্যাপ করেন, তা-ও জেনে ফেলা যাবে। এমনকি ওই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কখন ঘুমতে যান বা ক’টার সময় ঘুম থেকে ওঠেন, তা-ও নাকি জেনে দিতে পারে অ্যাপটি।

শেষ কখন হোয়াটস অ্যাপ দেখেছেন বা মেসেজ পড়ার নীল টিকটি বন্ধ করা থাকলেও কিছু যায় আসে না। অনলাইন হোক কিংবা অফলাইন, প্রযুক্তির ফাঁক গলে ঠিক সেঁধিয়ে পড়ছে চ্যাটওয়াচ।  প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ‘লাইফহ্যাকার’-এর দাবি, ‘‘অ্যাপটি এ-ও বলে দেবে কত ঘনঘন আপনার বন্ধুটি হোয়াটস অ্যাপ দেখছেন।

রিপোর্টে আরও দাবি, ফেসবুকের তথ্য-চুরির ঘটনায় লোকজন যখন হুড়মুড়িয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন, কিংবা ফেসবুকের মাধ্যমে যোগ করা বিভিন্ন অ্যাপকে আন-ইনস্টল করছেন, তখনই নাকি চুপিসাড়ে এই কাজ সারছে ‘চ্যাটওয়াচ’। এটি প্রথম এসেছিল অ্যাপলে। কিন্তু পরে অ্যাপল অ্যাপ স্টোর সরিয়ে দেয়। এখন অ্যানড্রয়েডে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, হোয়াইট অ্যাপে লেখা ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ কি আদৌ কাজ করে? কারণ এনক্রিপটেড হওয়ার অর্থ, আপনার মেসেজ সুরক্ষিত। নয়া রিপোর্টে প্রশ্ন দানা বাঁধছে।

চ্যাটওয়াচ সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীদের কনট্যাক্ট লিস্ট থাকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। ফলে তারা সব তথ্যই পেয়ে যায়। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার চালু করেছে। এরফলে দুই ব্যবহারকারী ছাড়া কোনও তৃতীয় ব্যক্তি সেই কথোপকথন ট্র্যাক করতে পারবে না। কিন্তু তারপরেও তথ্য ফাঁস হচ্ছে বলে অভিযোগ করেছে চ্যাটওয়াচ।

 

তথ্যসূত্র : আনন্দবাজার।

Exit mobile version