TechJano

ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস ১১ এ একাধিক নতুন ফিচার যুক্ত হল

প্রিমিয়াম ফোন প্রস্তুতকারক সংস্থা ওয়ানপ্লাস তাদের অ্যান্ড্রয়েড বেসড হাইড্রোজেন ওএস এর নতুন ভার্সন আনলো৷ হাইড্রোজেন ওএস ১১ নামে আসা এই ভার্সনে ওলওয়েজ অন ডিসপ্লে, ডিজাইনে কিছু পরিবর্তন সহ নতুন ওয়েদার অ্যাপ, ডার্ক থিম, স্মার্ট গ্যালারীর মতো ফিচার দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, ওয়ানপ্লাস কাস্টম ওএস চীনে হাইড্রোজেন ওএস ও বাকি বিশ্বের বাজারে অক্সিজেন ওএস নামে পরিচিত৷ যদিও এই দুটি কাস্টম ওএস এর মধ্যে পারস্পরিক সাদৃশ্য একরকম নয়৷ তবুও হাইড্রোজেন ওএস এর নতুন ভার্সন চলে আসায়, মনে করা হচ্ছে অক্সিজেন ওএস এরও নতুন ভার্সন খুব শীঘ্রই চলে আসবে।

গতকাল একটি অনলাইন লঞ্চ ইভেন্টে ওয়ানপ্লাস তাদের অ্যান্ড্রয়েড ১০ বেসড এই হাইড্রোজেন ওএস ১১ কে সামনে আনে৷ আসুন নতুন ভার্সনে ব্যবহারকারীরা কি কি ফিচার পাবে জেনে নিই।

হাইড্রোজেন ওএস এর এর ফিচার:

অলওয়েজ অন ডিসপ্লে – অলওয়েজ অন ডিসপ্লের থিমটির ডিজাইনটি ওয়ানপ্লাস আমেরিকার Parsons কলেজের সহযোগিতায় তৈরি করেছে ৷ এই আপডেটটি আসার ফলে ইউজাররা ফোন আনলক করার সময় মোট কতবার ফোনটি আনলক করা হয়েছে সেটি দেখতে পারবেন৷

গ্যালারি অ্যাপ- এই নতুন আপডেটটি আসার ফলে গ্যালারির ডিজাইনও যেমন পরিবর্তন হয়েছে ভিডিও ও ফটো এডিটিং ফিচার যুক্ত করা হয়েছে। ওয়েদার অ্যাপ – ওয়ানপ্লাস এর ফোনে প্রি-ইন্সটল যে ওয়েদার অ্যাপ থাকে, আপডেটটি আসার ফলে সেখানে নতুন অ্যানিমেশান ও ব্যাকগ্রাউন্ড থাকবে বলে জানা গেছে৷

ডার্ক মুড হাইড্রোজেন ওএস ১১ এ ডার্ক মুড চালু করার জন্য একটি শর্টকার্ট অপশন থাকবে৷ ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি সময় অনুযায়ী যেমন- দিন বা রাতে ডার্ক মুড অটোমেটিক্যালি অন করার সুবিধাও পেতে চলেছেন৷

অন্যান্য আপডেটগুলির মধ্যে উল্ল্যেখযোগ্য হিসাবে থাকছে নতুন ওআরএম মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম৷ এই সিস্টেমটি র‌্যামের অতিরিক্ত ব্যবহার না করেই আরো বেশী সংখ্যক অ্যাপ্লিকেশান চালাতে সক্ষম৷ এছাড়া একহাতে ফোন ব্যবহারের জন্য এই আপডেটে ওয়ান হ্যান্ডেড মোডও দেওয়া হয়েছে৷ ফোনের মেডিটেশান মোডে কিছু নতুন থিমের পাশাপাশি ভয়েস নোটে ইমপ্রুভমেন্টের সাথে স্পীচ টু টেক্সট কনভার্ট করার সুবিধাও আনা হয়েছে৷

IT Home-এর রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ৬-এর আগে রিলিজ হওয়া ফোনের ব্যবহারকারীরা এই আপডেট পাবেন না৷ বর্তমানে চীনে ওয়ানপ্লাস ৮ এবং ৮ প্রো মডেলদুটির জন্য সর্বপ্রথম হাইড্রোজেন ওএস১১-এর বেটা ভার্সান রিলিজ করা হচ্ছে৷ আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই সমস্ত সাপোর্টেড ডিভাইসে আপডেটটি পৌছে যাবে৷

Exit mobile version