TechJano

ওয়ানপ্লাস আরটি আসছে

অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস আরটি ফোন । ওয়ানপ্লাস আরটি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগ ৮৮৮ প্রসেসর এবং ৬.৬২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

ওয়ানপ্লাস আরটি হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট সহ ৬.৬২ ইঞ্চি এমোলেড ডিসপ্লে প্যানেল দেখা যেতে পারে।

ওয়ানপ্লাস আরটি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের সেকন্ডারি সেনসর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা সেনসর থাকবে।

এছাড়া OnePlus RT-এ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Exit mobile version