TechJano

কম খরচে শিখুন সাইবার নিরাপত্তা, ছাড় চলছে

সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ থাকলে আপনার চাহিদা বাড়বে। নানা কাজ পাবেন। এখন সাইবার বিশেষজ্ঞদের স্বর্ণযুগ চলছে। সাইবার নিরাপত্তা বিষয়ক ৬০ ঘণ্টার প্রফেশনাল কোর্সে ৫০% ছাড় দিচ্ছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ। কোর্স শুরু হবে আগামী ১৩ জুলাই থেকে। প্রতি শুক্র-শনিবার যথাক্রমে সকাল-বিকাল ক্লাস হবে সপ্তাহে ১০ ঘণ্টা।
পেশাদার সাইবার নিরাপত্তা প্রকৌশলীরা এতে ক্লাস নেবেন। ‘সার্টিফিকেশন অব সাইবারক্রাইম প্রোটেকশন-সিসিপি’ শীর্ষক কোর্সে এথিকাল হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি, ওয়েবসাইট-ইমেইল হ্যাকিং-সিকিউরিটি, অ্যাডভান্স এসকিউএল ইনজেকশন, ডিজিটাল ফরেনসিকসহ ২০টি বিষয় থাকছে।
কোর্সের নিয়মিত ফি ৩০ হাজার টাকা। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন সদস্য হয়ে ৫০% ছাড়ে ১৫ হাজার টাকায় ভর্তি হওয়া যাবে। বিস্তারিত: ccabd.org ফোন: ০১৯৫৭৬১৬২৬৩

Exit mobile version