TechJano

কম দামের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আনলো রিয়েলমি

কম দামের মধ্যে প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনলো রিয়েলমি। ফোনটির মডেল রিয়েলমি এক্স২ প্রো । ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর, ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, কোয়াড ক্যামেরা ও ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ।

য়েলমি এক্স২ প্রোর সামনে ও পেছনে আছে গরিলা গ্লাস ৫। ফোনটিতে আছে ওয়াটার প্রুফ নচসহ ৬.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। রেজুলেশন ১০৮০ × ২৪০০ পিক্সেল। গেমারদের কথা ভেবে ডিসপ্লেতে দেওয়া হয়েছে ৯০ হার্জের রিফ্রেশ রেট। বডি টু স্ক্রিনের রেশিও ৯১.৭ শতাংশ।

ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হবে। ৬৪ (ওয়াইড), ১৩ (টেলিফটো), ৮ (আল্ট্রা ওয়াইড) ও ২ (ডেপথ সেন্সর) মেগাপিক্সেলের কোয়াডকোর ক্যামেরা। এর ক্যামেরা দিয়ে ২০ গুণ হাইব্রিড জুম করা যাবে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফোনটির ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম ৩৬৭ ডলার (৩০ হাজার ৮২৮ টাকা)। ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৯৫ ডলার (৩৩ হাজার ১৮০ টাকা)। ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪৫২ ডলার (৩৭ হাজার ৯৬৮ টাকা)। ফোনটি সাদা ও নীল রঙে মিলবে। ইতোমধ্যে ফোনগুলোর প্রি অর্ডার শুরু হয়েছে। বাজারে আসবে ১৮ অক্টোবর।

Exit mobile version