TechJano

কম দামে ডিএসএলআর ক্যামেরা, কোথায় কিনবেন, দাম কত?

অনেকের স্বপ্ন থাকে একটি ভালো ক্যামেরা কেনার। কিন্তু বাজেট কম থাকার কারণে অনেকেই ক্রয় করতে পারেন না এই ডিএসএলআর। এই সমস্যার অবসান হতে পারে কম দামের সেকেন্ড হ্যান্ড-এর ভালো কন্ডিশন সম্পূর্ণ ক্যামেরা কিনে।

জানা যায়, বিভিন্ন দেশ থেকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো হোল সেলে দেশে নিয়ে আসা হয়। যেগুলোর শাটার কাউন্ট ল্যাপটপ দিয়ে চেক করে বিক্রি করা হয়। ভয় পাওয়া কারণ নেই কারণ ১০০ থেকে ১০ হাজারের মধ্যে শাটার কাউন্ট থাকে। এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টিও দেওয়া হয়।এখানে প্রফেশনাল মডেলও পাওয়া যায়G আর যদি এই ক্যামেরার শাটার কিল হয়। তাহলে সঙ্গে সঙ্গে শাটার পরিবর্তন করে দেয়। যার মেয়াদ আজীবন।

দেখে নিন কয়েকটি ক্যামেরার দরদাম:

ক্যানন ৩০০ডি (Canon300D)=১২,০০০টাকা।
ক্যানন ৪০০ডি (Canon400D)=১৫,০০০টাকা।
ক্যানন ৪৫০ডি (Canon450D)=১৭,০০০টাকা।
ক্যানন ১২০০ডি (Canon1200D)=২১,০০০টাকা।
ক্যানন ১৩০০ডি (Canon1300D)=২৩,০০০টাকা।
ক্যানন ৫৫০ডি (Canon550D)=২২,০০০টাকা।
ক্যানন ৭০০ডি (Canon700D)=৩১,০০০টাকা।
ক্যানন ৬০ডি (Canon60D)=৩৭,০০০টাকা।
ক্যানন ৫০ডি (Canon50D)=২৮,০০০টাকা।
ক্যানন ৮০০০ডি (Canon8000D)=৪২,০০০টাকা।
ক্যানন ৭০ডি (Canon70D)=৪৮,০০০টাকা।
ক্যানন ৫ডি মার্ক থ্রি (Canon5DmarkIII)=১,২০,০০০টাকা।
ক্যানন ৫ডি মার্ক টু (Canon5DmarkII)=৬০,০০০টাকা।
ক্যানন ৬ডি (Canon6D)=৭২,০০০টাকা।
ক্যানন ৭ডি (Canon7D)=৪৮,০০০টাকা।
ক্যানন ৫ডি এস আর (Canon5Dsr)=১,৮০,০০০টাকা।

রাজধানীর এলিফ্যান্ট রোড-এর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স-এ এই পণ্যগুলো পাওয়া যাচ্ছে কম দামে। এ ছাড়া্ও রাজধানীর বিভিন্ন মার্কেটে বিশেষ করে আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টার, বসুন্ধরা সিটি ছাড়াও বিভিন্ন মার্কেটে পাবেন ক্যামেরা।

লেখক: শাহজালাল রোহান, তথ্যপ্রযুক্তি সাংবাদিক

Exit mobile version