TechJano

করোনা আপনার ফোনেই চার দিন অবস্থান করতে পারে

ফোনের স্ক্রিনে চার দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনাভাইরাস। এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভিডিওতে বলা হয়েছে, আপনার ফোন করোনাভাইরাসের সংস্পর্শে এলে তা চার দিন পর্যন্ত থেকে যাবে।

তাই মোবাইল ফোন ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। কারণ প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনা বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। সেই সঙ্গে আপনার হাত পরিস্কার করতেও ভুলবেন না যেন।

আরেকটি ভিডিওতে সংগঠনটি জানিয়েছে, করোনা অনেকটা সার্স ভাইরাসের মতোই। যেকোনো কাঁচে সার্স ভাইরাস ৯৬ দিন পর্যন্ত অবস্থান করতে পারে। অন্যদিকে কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস ১ থেকে ৯ দিন সক্রিয় থাকে। হাইড্রোজেন পারক্সাইড, ইথানল ও সোডিয়াম হাইপোক্লোরাইডের সংস্পর্শে এলে এক মিনিটে এই ভাইরাসের সক্রিয়তা নষ্ট হতে পারে।

Exit mobile version