TechJano

কর্মী ছাঁটাই উবারের ৩১ শতাংশ

মধ্যপ্রাচ্যে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উবার। মূলত মধ্যপ্রাচ্যে উবারের অধীনস্থ সংস্থা কারীম। সেই সংস্থার প্রায় ৩১ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। সোমবার (৪ মে) এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসে। মোট ৫৩৬ জন কর্মীকে ছাঁটাই করছে তারা। যা মোট ৩১ শতাংশ কর্মী।

মধ্যপ্রাচ্যে পরিবহন পরিসেবার পাশাপাশি ফুড ডেলিভারিও দিয়ে থাকে উবার। তবে করোনা ভাইরাসের প্রভাবে ফুড ডেলিভারি ব্যবসা বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে উবার। এ কারণেই কর্মী ছাটাই করা হচ্ছে। ছাঁটাইকৃত কর্মীরা তিন মাসের বেতন, কিছু ক্ষেত্রে বর্ধিত ভিসা এবং এ বছরের শেষ পর্যন্ত পরিবারের সবার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে।

কারীমের চিফ এক্সিকিউটিভ মুদাস্সির শেখ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে একটি ব্লগে বলেছেন, ‘ব্যবসায় ৮০ শতাংশেরও বেশি ধস নেমেছে। এই অবস্থা কবে কাটিয়ে ওঠা যাবে তা বলা অসম্ভব।’

Exit mobile version