TechJano

কল রেকর্ড করবেন যেভাবে স্কাইপেতে

ভিডিও কলের জনপ্রিয় প্লাটফর্ম স্কাইপে কল রেকর্ড করে রাখার সুবিধা আছে। অনেকেই হয়তো ফিচারটি সম্পর্কে জানেন না। রেকর্ডকৃত কল স্কাইপে ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

মাইক্রোসফটের এই ভিডিও কলিং অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। কেননা, করোনাভাইরাসে কারণে অনেকেই হোম কোয়ারেন্টিনে থেকেও অন্যদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হচ্ছে। সহকর্মীদের সঙ্গে গ্রুপ ভিডিও কলে যোগ দিয়ে দাপ্তরিক কাজ সারছেন। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের খোঁজ-খবরি নিচ্ছেন।

স্কাইপে অডিও ও ভিডিও কল করার পাশাপাশি কল রেকর্ডও করে রাখা যায়। জেনে নিন স্কাইপ ব্যবহার করে কীভাবে ভিডিও কল করবেন।

স্টেপ ১: স্কাইপ অ্যাপ চালু করে অন্যদের কল করুন।

স্টেপ ২: কল চলাকালে এবার অ্যাপ থেকে মোর অপশনে গিয়ে তিনটি ডটে ক্লিক করুন।

স্টেপ ৩: স্টার্ট রেকডিং ট্যাপ করলেই কল রেকডিং শুরু হয়ে যাবে।

কল রেডিং শুরু হলেও অপর পক্ষকেও জানিয়ে দেয়ার জন্য ভিডিও বা অডিও কল চলাকালে কল রেডিং হচ্ছে সেই বার্তা প্রদর্শিত হবে। ফোনের স্টোরেজ রেকর্ডকৃত কল জমা হবে।

Exit mobile version