হুয়াওয়ে মাঝারি বাজেটে জনপ্রিয় অনার সিরিজের নতুন ফোন অনার ১০ এবং ল্যাপটপ অনার ম্যাজিকবুক আনবে শিগগিরই। অনার ১০ ফোনটিতে থাকবে কিরিন ৯৭০ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ। ডুয়াল ব্যাক ক্যামেরা যা এআই ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি।থাকবে ৫ দশমিক ৮ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে। ডিসপ্লের অনুপাত দেয়া হয়েছে ১৮:৯ আর রেজুলেশন ২১৬০ x ১০৮০ পিক্সেল। ডিসপ্লের মধ্যেই ফিংগারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা আছে।
ফোনটির মূল্য ২০০০ থেকে ২৫০০ ইউয়ানের মধ্যে থাকবে, অর্থাৎ দেশে মূল্য শুরু হবে ৩৫ হাজার টাকা থেকে। এ
অনার ল্যাপটপটির ডিসপ্লে বেজেল খুবই পাতলা হবে। কনফিগারেশন তাদের ফ্ল্যাগশিপ ল্যাপটপ মেইটবুক এক্স এর কম হবে। মূল্যও হবে বাজেটের মধ্যেই। ডিভাইস দুটির ঘোষণা ১৯ এপ্রিল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কি থাকছে হুয়াওয়ের নতুন ফোন অনার ১০-এ?
