TechJano

কেনাকাটার খরচ বাড়বে অনলাইনে

২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে করের জালে জড়ালো ই-কমার্স খাত। কেননা প্রস্তাবিত বাজেটে ই-কমার্স প্লাটফর্মকে উৎসে কর কর্তৃপক্ষ হিসেবে সঙ্গায়িত করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে অনলাইনে কোনো পণ্য/সেবা বিক্রি করার সময় ভোক্তার কাছ থেকে কর কেটে নিতে হবে। এতে ভোক্তা পর্যায়ে অনলাইনে কেনাকাটার খরচ বাড়বে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে ই-ক্যাবের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে এর ফলে অনেকটাই দ্বৈত করে ফাঁদে পড়তে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ই-ক্যাব সাধারণ সম্পাদক।

তিনি বলেন, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর বা এসওপি না থাকায় এই জটিলতার জন্ম দিয়েছে। সহজ ভাবে বললে ই-কমার্স ব্যবসায়ীরা পণ্য নয় সেবা বিক্রি করে। সেই সেবার ওপর তারা সরকারকে ট্যাক্স দেয়। এখন কিনে আনা পণ্যের ওপরও তাদেরকে কর দেয়ার ব্যবস্থা চালু হলে কোভিডে -১৯ এ অর্থনীতি ও ব্যবসায় বাণিজ্য সচল রাখার মাধ্যমে বিকাশের মধ্যেই বড় ধরনের হোঁচট খাবে এই খাত।
Exit mobile version