কেমব্রিজ অ্যানলিটিকা কেলেঙ্কারির কথা মনে আছে? তথ্যের অপব্যবহারের কারণে নিজেদের প্ল্যাটফর্মে লাখো অ্যাপ নিষিদ্ধ করেছে ফেইসবুক।বিভিন্ন কারণে অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে । অ্যাপগুলো নির্মাণের সঙ্গে জড়িত ৪০০ ডেভেলপারকেও বহিষ্কার করা হয়েছে। ফেসবুকের ভাষ্য, তাদের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছিলো যেগুলো দিতে তারা ব্যর্থ হয়েছে।
এই ডেভেলপারদের তৈরি অ্যাপগুলো ব্যবহারকারীদের তথ্য অনৈতিকভাবে শেয়ার করেছিলো।ফেসবুকের অভিযোগ, ব্যবহারকারীদের নাম পরিচয়সহ ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে তারা ফেইসবুকের নীতিমালা ভঙ্গ করেছে।
২০১৮ সালের মার্চে ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালের পর থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের দ্বারা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অপব্যবহার ঠেকাতে তদন্ত শুরু করে ফেইসবুক।গত বছরের মে মাসে ফেসবুক জানায়, তারা প্রায় ২০০ অ্যাপ নিষিদ্ধ করেছে । পরে আগস্টে জানায় এই সংখ্যা ৪০০। এখন ১২ মাস পর তারা স্বীকার করছে ২০০ বা ৪০০ নয়, হাজার হাজার অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
কেন লাখো অ্যাপ ব্যান করেছে ফেসবুক?
