TechJano

খুলনায় হাইটেক পার্কে ১২ হাজার চাকরির সুযোগ

খুলনার রূপসা নদীর তীরে তথ্যপ্রযুক্তি নির্ভর হাইটেক পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ইতোমধ্যে হাইটেক পার্কটি নির্মাণের উদ্দেশ্যে স্থান নির্বাচন ও জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।১৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য খুলনা হাইটেক পার্কে অন্তত ১২ হাজার তরুণের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ।এ ছাড়াও খুলনার হাইটেক পার্কের পাশাপাশি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭২ হাজার বর্গফুট বিশিষ্ট আইটি ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এই আইটি ইনকিউবেশন সেন্টার প্রকল্পটিরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার খুলনা সার্কিট হাউজ মাঠে এক জনসভায় বক্তব্যের আগে তিনি খুলনার উন্নয়নে শতাধিক প্রকল্প উদ্বোধন করেন। সেখানে ওই অঞ্চলের তথ্যপ্রযুক্তির উন্নয়নে এই প্রকল্পগুলোরও উদ্বোধন করেন তিনি।ওই ইনকিউবেশন সেন্টার পরিচালনার জন্য অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। যেখানে অভ্যন্তরীণ রাস্তা, সীমানা প্রাচীর ও গেইট, সড়ক বাতি, ড্রেনসহ অন্যান্য অবকাঠামোও নির্মাণ শুরু হয়েছে।তথ্যপ্রযুক্তি বিভাগ জানায়, ইনকিউবিশন সেন্টারটিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ অন্যান্যরা উচ্চতর গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবেন।এ ছাড়াও স্টার্ট-আপ এবং উদ্যোক্তরা বিশেষ করে নতুন উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার উপযুক্ত উন্নত পরিবেশ পাবেন।প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন হলে বছরে প্রায় ৫০০ আইটি স্টার্ট-আপকে ইনকিউবেট করা হবে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদত্ত ৫ একর জমিতে এ প্রকল্পটি তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে।

Exit mobile version