TechJano

গিগাবাইটের সৌজন্যে শহর হোক ডেঙ্গু মুক্ত কর্মসূচি

গিগাবাইট বাংলাদেশ এর তত্বাবধানে ও ক্লাব জি ওয়ান এর আয়োজনে ’’শহর হোক ডেঙ্গু মুক্ত’’ ডেঙ্গু মশা প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী ৮আগস্ট সকাল ১২টায় আগারগাঁও আইডিবি ভবনের সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে,এবং বিভিন্ন বাসা বাড়ির আঙ্গিনা, ছাদ, এবং যেসব স্থানে পানি জমে থাকে সেখানে মশা যেনো জন্ম নিতে না পারে তাই ঔষধ দেয়া হয়েছে।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন আইডিবির বিভিন্ন পার্টনারদের সাথে গিগাবাইটের প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আইডিবি ব্রাঞ্চ এর হেড সাইদুর রহমান খোকন। এছারাও বিভিন্ন গেমারস্ ও বিভিন্ন পেশার জনগন অংশগ্রহন করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

এই কর্মসূচির উদ্দেশ্য ছিল জনগণের মাঝে সচেতনতা তৈরি করা ও নিজ নিজ বাসা ও বাড়ির আঙ্গিনা নিজ নিজ দায়িত্বে পরিস্কার করে বাংলাদেশকে ডেঙ্গু মুক্ত করা।

Exit mobile version