TechJano

গুগল ভারতে এয়ারটেলে ৭ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে

ডিজিটাল ইকোসিস্টেমের অংশ হিসেবে দেশটির টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে টেক জায়ান্ট গুগল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৪০০ কোটি টাকা। এয়ারটেল’র সূত্রে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

এয়ারটেল জানিয়েছে, আগামী ৫ বছরের জন্য এ চুক্তিটি হয়েছে। এর মাধ্যমে গুগল প্রতিষ্ঠানটির (এয়ারটেল) ১.২৮ শতাংশ মালিকানা অর্জন করবে।

ভারতী এয়ারটেল’র চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল বলেছেন, এয়ারটেল ও গুগল ভারতে ‘ডিজিটাল ইনোভেশন’ ছড়াতে একযোগে কাজ করবে। গুগলের সাথে কাজ করার মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমের গভীরে ও ব্যাপকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এয়ারটেল জানায়, এই চুক্তির মাধ্যমে ভারতে আরও কম মূল্যে মোবাইল ফোন কিনতে সক্ষম হবেন ক্রেতারা।

ভারতে প্রাযুক্তিক যোগাযোগ ও সমতাভিত্তিক ইন্টারনেট বিস্তারের নিশ্চয়তা প্রদানে এয়ারটেল পথ-প্রদর্শসকারী প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি আরও বলেন এয়ারটেলের সাথে এধরনের কাজের লক্ষ্য নিয়ে কাজ করতে পেরে গর্ব অনুভব করছি।

দুটো প্রতিষ্ঠান ই ভারতে ডিজিটাল পরিবর্তনে ক্লাউড ইকো-সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারবে।

Exit mobile version