TechJano

গুগল ম্যাপে ফ্লোটিং ক্যাটাগরি

ফ্লোটিং ক্যাটাগরি ফিচার আসছে গুগল ম্যাপে । নতুন এই ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল। শিগশিরই সব ব্যবহারকারীদের জন্য তা উন্মোচন করা হবে। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই খবর। নতুন ফিচারে গুগল ম্যাপের উপর ক্যাটাগরি অনুযায়ী লোকেশনের নামগুলো ফ্লোটিং আকারে প্রদর্শিত হবে। ফলে হোটেল, গ্যাস, কফি শপ, এটিএম বুথ ইত্যাদি ক্যাটাগরি নামের বাটন ফ্লোটিং আকারে দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী বাটনে ক্লিক করলে লোকেশনগুলো প্রদর্শিত হবে। চাইলে ট্যাপ করে ডান থেকে বামে স্ক্রল করে আরো ক্যাটাগরি দেখা যাবে।

ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে উন্মোচন হবে সে সম্পর্কে গুগলের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি। এছাড়া এআর মুড, হোটেল ম্যাচিং টুলসহ নানা ফিচার আনা হবে গুগল ম্যাপের নতুন সংস্করণে।

Exit mobile version