TechJano

গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরির করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার পরামর্শ আইসিটি প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বৈশ্বিক করোনা মহামারী মোকাবেলায় পরিকল্পিত মাস্ক বিতরণ নিশ্চিত করতে “মাস্ক ডিস্ট্রিবিউশন হাব” সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন সরকারি-বেসরকারি পর্যায়ে বিতরণ সমন্বয় করতে এ হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি দেশে গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরি করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন ।

প্রতিমন্ত্রী আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের উদ্যোগে জাতীয় পর্যায়ে মাস্ক বিতরণ সমন্বয়ের লক্ষ্যে তৈরিকৃত অনলাইন প্লাটফর্ম ”মাস্ক বিতরণী হাব” এর‌ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনের যুক্ত হয়ে এসব কথা বলেন।

জনাব পলক নিজস্ব প্রযুক্তির থ্রিডি (ডেটা ড্রিভেন ডিসশন মেকিং) মডেলে করোনা মহামারি থেকে উত্তরণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন ডেটা বিশ্লেষণের মাধ্যমে মাস্ক বিতরণের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরমধ্যে এটুআই উদ্ভাবিত এসডিজি ট্র্যাকারের বৈশ্বিক স্বীকৃতি, ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্কফোর্স গঠন করে সক্রমণ ঠেকানোর ক্ষেত্রে সফলতার কথাও তিনি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী প্লাটফর্মটির মাধ্যমে কোন এলাকায় মাস্ক পড়ছেন বা পড়ছেন না, কোন এলাকায় মাস্ক প্রয়োজন কিংবা সরকারি- বেসরকারি যেসব প্রতিষ্ঠান মাস্ক সরবরাহ করতে চান এ সংক্রান্ত তথ্য এ হাবে ইনপুট দিতে সকল সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি সবাইকে ‘মাস্ক পড়ার অ্যাভাসকে দাসে পরিণত করতে’ সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, গত ১৪ মাস প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সীমিত সম্পদ দিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বৈশ্বিক করোনা সঙ্কট মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ সংক্রান্ত সব প্রযুক্তিই হোম- গ্রোন সলিউশন এর মাধ্যমে দেশে তৈরি হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার উৎসাহিত করার জন্য সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ সমন্বয়সহ বিভিন্ন গণসচেতনতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এ অনলাইন ড্যাশবোর্ড ‘Mask Distribution Hub তৈরি করে এটুআই।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ,প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের পলিসি এভাইজার আনীড় চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা: মীরজাদী সাবরিনা, এটুআই এর প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো: মুজিবুল হক। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাঠ প্রশাসন শেখ রফিকুল ইসলাম। পরে তিনি আনুষ্ঠানিকভাবে হাবের উদ্বোধন ঘোষণা করেন।

Exit mobile version